বন্ধ করুন

ডিএম ডেস্ক

 

শ্রী শরদ কুমার দ্বিবেদী, আই.এ.এস.

জেলা, উত্তর চব্বিশ পরগনা, ভৌগোলিকভাবে তিনটি ভাগে বিভক্ত, উদাঃ (ক) বসিরহাট মহকুমার দক্ষিণ অংশে বিস্তীর্ণ নদী বেল্ট। (সুন্দরবন এলাকা), (খ) বিধাননগর ও ব্যারাকপুর মহকুমার শিল্প ও নগরায়িত অঞ্চল (গ) বনগাঁ মহকুমা এবং ব্যারাকপুর, বারাসত ও বসিরহাট মহকুমার উত্তর অংশের সংলগ্ন অংশের বিস্তীর্ণ চাষযোগ্য সমভূমি। এই বিস্তীর্ণ জেলা ৫ টি মহকুমা, ২২টি উন্নয়ন ব্লক, ২৬টি পুরসভা ও ১ টি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এ জেলার প্রধান নদী হুগলী, ইছামতি, বিদ্যাধারী, রায়মঙ্গল প্রভৃতি। উত্তর চব্বিশ পরগনা ভারতের অন্যতম জনবহুল জেলা এবং জেলার ঘনত্বও খুব বেশি। জেলাটির উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ।